শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে পুলিশের মহড়া: নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাগরিকদের মধ্যে নিরাপত্তা সচেতনতা তৈরি করতে নিয়মিত টহলের পাশাপাশি শনিবার (২আগস্ট) দুপুরে মহড়া দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গৌরনদী থানা কমপ্লেক্স থেকে শুরু হয়ে এ মহড়া উপজেলার প্রধান সড়ক, ব্যস্ত হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকা ঘুরে ফিরে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‎এই মহড়ায় নেতৃত্ব দেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ওসি (তদন্ত) মো. মাহাবুব, সেকেন্ড অফিসার মো. ইকবাল হোসেন, এসআই শিমুল, জুয়েল, আল-আমিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

‎মহড়া চলাকালে পুলিশের অবস্থান ছিল সুসংগঠিত ও প্রস্তুতিমূলক, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেয়। পুলিশের উপস্থিতি দেখে অনেক ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানান।

‎মহড়া চলাকালে ওসি মো. তরিকুল ইসলাম স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “গৌরনদীতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশকে জানানোর আহবান জানান।

‎তিনি আরও বলেন, “পুলিশ জনগণের আস্থা ও ভরসার প্রতীক হয়ে মাঠে কাজ করছে। আমরা চাই প্রতিটি নাগরিক নিরাপদ থাকুক, শান্তিতে বসবাস করুক। এজন্য প্রয়োজন পুলিশের পাশাপাশি জনসাধারণেরও সচেতনতা ও সহযোগিতা।”

‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গৌরনদী উপজেলায় মাদক পরিবহন, বিক্রয় ও সেবন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চোরাচালান, ইভটিজিং, খালদখল ও ভরাটসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে। পুলিশের মহড়ার পাশাপাশি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ, মাদক বিরোধী অভিযান, এবং জনসচেতনতামূলক কর্মসূচিও চলমান রয়েছে।

‎উপজেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে পুলিশ জননিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎এই মহড়ার মাধ্যমে গৌরনদীবাসী আবারও আশ্বস্ত হয়েছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সবসময় সতর্ক রয়েছে। এ ধরণের উদ্যোগ শুধু অপরাধ দমনে নয়, নাগরিকদের মাঝে সচেতনতা ও পুলিশের প্রতি আস্থা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *