নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশ আগ্নেয়াস্ত্রের ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় গুলি জমা দেওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি মো. জাকির হোসেন তার একটি পুরাতন স্টিলের আলমারি মেরামতের জন্য কাউনিয়া থানাধীন বিসিক এলাকার আকবরের দোকানে দেন। মেরামতের সময় আলমারির ভেতরে আগ্নেয়াস্ত্রের ৭ রাউন্ড গুলি সদৃশ্য বস্তু দেখতে পান দোকানদার আকবর। বিষয়টি তিনি স্থানীয় জাহাঙ্গীরকে দেখান।
পরবর্তীতে জাহাঙ্গীর আলমারির মালিক মো. জাকির হোসেনকে দোকানে ডেকে এনে গুলির বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে গুলিগুলো নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যান। পরে জাহাঙ্গীর রাস্তার পাশ থেকে গুলিগুলো তুলে কাউনিয়া থানায় জমা দেন।
গুলিগুলো থানায় জমা দেওয়ার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে স্থানীয় সাবেক বিসিসি কাউন্সিলর মামুনের অফিসে জাহাঙ্গীরকে ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর ১২ জানুয়ারি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে একই দিন কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে অভিযুক্ত মো. জাকির হোসেন মিঞা (৫৭)কে গ্রেপ্তার করে।
তিনি আবু আউয়াল মিয়ার ছেলে এবং রওশন আরা বেগমের সন্তান। তার বাড়ি বরিশাল নগরীর নতুন বাজার এলাকার বিসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানায়, উদ্ধারকৃত গুলির বিষয়ে এবং মারধরের ঘটনায় ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।