শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সবাই মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই

নিজস্ব প্রতিবেদক।। 

আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই, এজন্য মাদরাসা শিক্ষার্থীরাও অনন্য ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম।

শনিবার (২আগস্ট) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে দারুল আবরার মডেল কামিলা মাদরাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামের সঠিক শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। কোনো কিছু সঠিক না জেনে মন্তব্য করা যাবে না। ইসলামের চেতনাকে লালন করতে হবে। ধর্মীয় শিক্ষায় সঠিকভাবে শিক্ষাগ্রহণের মধ্য দিয়ে দেশকে আলোকিত করছে মাদরাসা শিক্ষার্থীরা। তারা কখনোই পিছিয়ে নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীরাও তাদের প্রতিভা বিকশিতের মাধ্যমে দেশকে বহিঃবিশ্বের মধ্যেও সমাদৃত করছে।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীরাও জানেন কোনটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গলজনক। যার উদাহরণ ৩৬জুলাই আন্দোলন ও ৫আগস্ট। লাখ লাখ শিক্ষার্থীদের রাজপথে উচ্ছ্বাস দেখেছি। দেশকে এগিয়ে নিতে মাদরাসা শিক্ষার্থীরাও অনন্য ভূমিকা পালন করছেন।

ডিআইজি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকতে হবে। সামান্য কিছুসংখ্যক পুলিশ অন্যায় ও অপকর্মে জড়িত ছিল। তাদের বিচার শিগগিরই সরাসরি দেখানো হবে। আমরা সবাই মিলে চাই, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আগামীর বাংলাদেশ হবে শান্তির দেশ। এজন্য বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করছে। এ সময় তিনি দেশজুড়ে গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মাদরাসার সাফল্য কামনা করেন।

দারুল আবরার মডেল কামিল মাদরাসার সভাপতি কেএম শাহআলম আনসারির সভাপতিত্বে ও অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবের সার্বিক পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব, অতিরিক্ত ডিআইজি (আরআরএফ) মোহাম্মদ আব্দুস সালাম রিমন।

সম্মেলনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মির্জা মো. নুরুর রহমান বেগ।

প্রসঙ্গত, এসএসসি (দাখিল-সমমান) পরীক্ষায় মাদরাসাটি থেকে ৩২জন শিক্ষার্থী অংশ নিয়ে ফলাফলে ২৩জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *