শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে ইবতেদায়ী মাদরাসার স্বঘোষিত শিক্ষক নেতাকে গণধোলাই

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার এবতেদায়ী মাদ্রাসার স্বঘোষিত শিক্ষক নেতা মাওলানা রুহুল আমিন গণধোলাইয়ের শিকার হয়েছেন। ৩রা আগস্ট রবিবার বিকালে উপজেলার দুলারহাট বাজারে এই গণধোলাইয়ের শিকার হন তথাকথিত এ শিক্ষক নেতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার স্বঘোষিত শিক্ষক ভুয়া শিক্ষক নেতা রুহুল আমিন দীর্ঘদিন ধরে উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিকট থেকে এমপিওভুক্তি করার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি দুলারহাট এলাকার শিক্ষকদের কাছে বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকার জন্য চাপ প্রয়োগ করে প্রতারক রুহুল আমিন । গত রবিবার দুলারহাট গিয়ে এ প্রতারক কয়েকজন শিক্ষকের নিকট জোরপূর্বক টাকা দাবী করে । এতে জনরোষে পড়েন তিনি। এক পর্যায় চরম গণধোলাইয়ের শিকার হন। এবং উপস্থিত জনতা তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে দুলারহাট থানা বিএনপির নেতা হাজি ফিরোজ কিবরিয়া, কবির কমান্ডার, বিএনপি নেতা জাহাঙ্গীর মেম্বার, প্রভাষক জাহাঙ্গীর হোসাইন, যুবদল নেতা কামরুল কমান্ডার, জহির মোল্লা ও হাসনাইন জনরোষের হাত থেকে তাকে উদ্ধার করে শিক্ষকদের কাছ থেকে প্রতারণা করে নেওয়া টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার নিয়ে নুরুল আমিন বাবুল কাজীর জিম্মায় তাকে দেওয়া হয়। প্রতারণার শিকার শিক্ষক সিরাজ মেম্বার, মাওলানা ওমর ফারুক ও জসিম উদ্দিনসহ অনেক শিক্ষক জানান, এ ভন্ড কথিত শিক্ষক নেতা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোকে এমপিওভুক্তির আশ্বাস দিয়ে কয়েক দিন পরপর নানা অজুহাতে টাকা নিয়ে শিক্ষকদের নি:স্ব করে ফেলেছে। কিন্তু সে কোন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ন্যূনতম কাজও করেনি। মূলত সে এবতেদায়ী এমপিও প্রত্যাশি শিক্ষকদের টাকা আত্মসাৎ করেছে। এই বিষয়ে শিক্ষক নেতা রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি পরে কথা বলবেন বলে মোবাইল ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

সম্পাদনা: আব্দুল্লাহ মামুন

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *