শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ফেসিস্ট পুনর্বাসন চেষ্টাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক।।

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’ এ কথাগুলো যিনি বারবার বলতেন সেই শেখ হাসিনাই গত বছরের ৫আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি বলেন, জুলুম নির্যাতন আর অপরাজনীতির কারণে ৫আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে।

এখন যারা খুনি আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি যারা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

হাসিনার পতনের প্রথম বার্ষিকীতে ‘জাতীয় মুক্তি দিবস’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আবদুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আবদুর রাজ্জাক, পিরোজপুর পৌর আমির মাওলানা ইসহাক আলী, ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *