বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আবু সাঈদ-মুগ্ধরা চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে

চরফ্যাশন প্রতিনিধি।।

আবু সাঈদ-মুগ্ধরা কারো চাদাঁবাজি করার জন্য জীবন দেয়নি। চাঁদাবাজমুক্ত, সাম্য, মানবিক, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাঁরা জীবন দিয়েছে।

৫আগস্ট মঙ্গলবার বিকেলে ‘জুলাই গণঅভ্যূত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনেনীত ভোলা ৪( চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো: মোস্তফা কামাল একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একশ্রেণির মানুষ চাঁদাবাজি শুরু করেছে। এর দায় কোনো নির্দিষ্ট দলের ওপর চাপাতে চাই না। তবে জনগণ আগামী নির্বাচনে এসব চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।’

মাওলানা মোস্তফা কামাল আরো বলেন,“২০২৪ সালের ৩৬জুলাই তথা ৫আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। বাংলাদেশকে দাবিয়ে রাখার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার সব কয়টা দলের মধ্যে সবচেয়ে বেশি জুলুম করেছে জামায়াতে ইসলামীর উপর এবং জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর বড় বড় নেতাদের হত্যা করা হয়েছে।”

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কারামতিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে জুলাই-আগস্ট বিপ্লবের গণমিছিল শুরু হয়ে সদর রোড হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা রোড হয়ে সমাবেশে স্থলে মিলিত হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন ভোলা-৪ আসনে জামায়াতের প্রার্থী ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মোস্তফা কামাল। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিবাদন জানান।

উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও: আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, দপ্তর সম্পাদক রেজাউল হাসান এমরান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিবুল্লাহ প্রমূখ।

উপজেলা আমির মীর শরীফ হোসাইন বলেন, ‘আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। ‘জুলাই আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন। তবে তা আজও বাস্তবায়ন হয়নি।’

তিনি আরও বলেন, ইসলামি আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র সম্ভব নয়। আওয়ামী সরকার বিদায়ের পর দেশে এখনো ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি ও বৈষম্য চলমান। এছাড়া তিনি জুলাই শহীদদের বিচার ও আহতদের চিকিৎসা, পূণর্বাসন দাবী করেন।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *