শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদরা আমাদের প্রেরণা: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক।।

ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে শহীদরা আমাদের জন্য প্রেরণা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহমেদ শান্ত, রাকিব হোসেন রাজিবসহ দেশের অন্যান্য শহীদদেরও স্মরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *