আমতলী প্রতিনিধি।।
সিএনআরএস ফিসনেট প্রকল্পের উদ্দ্যোগে বরগুনা জেলার তালতলী
উপজেলার নারী মৎস্যজীবী নিয়ে “ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন”
গঠন করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ) এর উদ্দ্যোগে
বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নারী মৎস্যজীবী নিয়ে “ইউনিয়ন
মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন” গঠন করা হয়।
প্রান্তিক নারীজেলেদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষে “ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন
ফেডারেশন” গঠন সভা অনুষ্ঠিত হয়। আজ ২২ জুলাই ২০২৫ রোজ সোমবার, তালতলী উপজেলার
নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট অংকুজানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফিসনেট প্রকল্পের আওতায়
বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ) এর উদ্দ্যোগে উত্তরণ
এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ) এর ফিসনেট প্রকল্পের
সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর কমল বিশ^াস, সভায় নিশানবাড়িয়া ইউনিয়ন এর প্রান্তিক ২৫ টি প্রাথমিক
মৎস্যজীবী দল থেকে ২৫ জন নারী প্রতিনিধি নিয়ে ভোট এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার, শারমিন
আক্তারকে সভাপতি ও লিজা বেগমকে সহ-সভাপতি নিবাচন করে ১১ সদস্য বিশিষ্ট একটি র্কাযকরী
কমিটি গঠন করা হয়।
সভায় র্সাবিক সহযোগিতা করেন সিএনআরএস(সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ) এর ফিসনেট
প্রকল্পের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান ও ফিল্ড ফ্যাসিলিটেটর চেনউ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।