শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও লুটপাট

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও স্বর্ণ-নগদ লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎ভুক্তভোগী জুয়েল সরদার (৪৫) গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের ‘পলক জুয়েলার্স’-এর মালিক এবং উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের আজাহার সরদারের ছেলে।

‎ভুক্তভোগীর ভাগ্নে রাকিব হোসেন জানান, তার মামা গত ৭ বছর ধরে বাটাজোর বন্দরে জুয়েলার্সের ব্যবসা করছেন। গত ১০আগস্ট রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একদল দুর্বৃত্ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেন।

‎মাইক্রোবাসে বসে তাকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ২৫ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে উজিরপুরের শিকারপুর এলাকার ‘সোনার বাংলা’ নামক স্থানে ফেলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় জুয়েল সরদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।

‎এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাকিব হোসেন।

‎গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মৌখিকভাবে বিষয়টি জানার পরই তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *