হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় জাহাজের ধাক্কায় জাহাজডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য গত ১আগস্ট রাত ৩টার সময় উপজেলা আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এমবি আল কোবা-১(এম-২৫২৩০) জাহাজের ধাক্কায় এমভি মিম, রা (এম১৮১২৩) জাহাজ কাঁচামাল সহ ডুবির অভিযোগ উঠে।
এ ঘটনায় এমভি মিমরা জাহাজ কর্তৃপক্ষ এমভি আর কুবা জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন নৌ-পুলিশে।তখন মোহনপুর নৌ-পুলিশ এমভি আল কুবা জাহাজটি আটক করেন। এছাড়া ঐ জাহাজের ৩জন স্টাফকে আটক করেন নৌ-পুলিশ।
অপরদিকে এমভি আল কুবা জাহাজের মালিক আবদুল মতিন জানান আমাদের জাহাজ কাউকে ধাক্কা দেয়নি। বরং আমাদের জাহাজ সেখানে তাদের এক ঘণ্টা আগে নোঙর করা ছিল। এমভি মিম,রা জাহাজের ধাক্কায় আমাদের জাহাজের প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুল ইসলাম বলেন জাহাজ ডুবির ঘটনায় একটি মামলা ও একটি জিডি হয়েছে।নৌ-পুলিশ এমভি আল কুবা জাহাজের ৩ জনকে আটক করে মামলা দিয়েছে।আমরা তাদের আদালতে প্রেরণ করেছি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।