শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরএকরিয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাদের জান ও মাল কুরবানী করতে পারি তাহলে দুনিয়ায় আমরা শান্তিতে থাকতে পাবো এবং আখিরাতে পাবো চুড়ান্ত সফলতা।

জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা গড়ে তুলতে হবে। ইবাদত, দাওয়াত ও সমাজসেবা সব ক্ষেত্রেই যেন আমাদের চেতনা হয় আমি সব কিছু আল্লাহর জন্য করছি।
আল্লাহর রাস্তায় জান-মাল বিলিয়ে যারা তাঁর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাদের সম্মান দেন, মর্যাদা দেন এবং তাদেরকে তাঁর নিকটবর্তী করে নেন। এটা কোন দল বা গোষ্ঠীর নয় এটা মুমিনের চিরন্তন চেতনা।
তিনি শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ৭টায় দাদপুর পূর্ব কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে চরএকরিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাস্টার শহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, জামায়াতের বরিশাল জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নূরে রাব্বি নাঈম, চাঁনপুর ইউনিয়ন আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *