মোহাম্মদ ইউসুফ নিজস্ব প্রতিবেদক।।
হিজলা উপজেলার কাউরিয়া কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বৃহস্পতিবার (১৪আগষ্ট) সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ জুয়েল খাঁন ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ হাবিবুল্লাহ সহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংহপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হারুন-অর-রশিদ, জামায়াতের হিজলা উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা সাহে আলম চৌধুরী সামু, গুয়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরুল হাসান শিপু মৃধা ও হরিনাথপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
মাওলানা আবদুল জব্বার তার আলোচনায় বলেন, সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা দূরীকরণে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আদর্শ সমাজ গঠনে শিক্ষদের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না।
মতবিনিময় সভায় তিনি মাদ্রাসার শিক্ষা-পরিবেশ, নৈতিক শিক্ষার গুরুত্ব ও শিক্ষা-ব্যবস্থার সার্বিক মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।