নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা থেকে ১,৩৭৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।গত (৭আগষ্ট) পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ তাদের কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শামীম ওরফে তাসকিন (২৪) ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের উত্তর শাখা ৩নং ওয়ার্ডের সরদার বাড়ির মৃত সৈয়দ এর ছেলে। অপর জন খালেদ বাপ্পি।
র্যাব সূত্রে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খালেদ বাপ্পি ও শামীম ওরফে তাসকিন।
এক পর্যায়ে খালেদ বাপ্পি তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে এক হাজার দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট ও শামীম ওরফে তাসকিন তার পরিহিত প্যান্টের পকেট হতে একশত পচাত্তর পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ পচাত্তর হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।