সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সাথে এনজিও সমন্বয় ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও রিফাত আরা মৌরি।
সভায় বক্তব্য দেন পৌর নাগরিক কমিটির সভাপতি ও সমষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির এলাকা ব্যবস্থাপক সুদীপন, এইড এর পরিচালক প্রেমানন্দ ঘরামী, ব্র্যাক অফিসার মোসা. আছমা আক্তার, সিডাব্লিউএফডির সুপারভাইজার মুন্নি খাতুন, ডিএইচডিওর পরিচালক লোকমান হোসেন রাজুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।
সভায় অংশগ্রহণকারীরা গৌরনদী উপজেলার সামাজিক উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনসহ নানা ইস্যুতে আলোচনা করেন। বক্তারা এনজিও সমন্বয় ফোরামের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এনজিও সমন্বয় ফোরামের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। গৌরনদীর উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।