মহিব্বুল্যাহ ইলিয়াছমনপুরা (ভোলা): নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা- ৪ (চরফ্যাশন- মনপুরা) আসনের মনোনীত সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল মনপুরায় আগমনকালে দক্ষিণ সাকুচিয়ার জনতা ঘাটে পথসভা তিনি বলেন,জামায়াতে ইসলামী চাইলে নির্বাচন হবে না চাইলে নির্বাচন হবে না।
আজ ১৫ ই আগষ্ট শুক্রবার বিকেলে ভোলার মনপুরার জনতাঘাটে অনুষ্ঠিত এক পথসভায়
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, “ দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন যারা বিগত দিন ক্ষমতায় ছিল তার সব সময় দেশকে দূর্ণীতি ও চাঁদাবাজী ছাড়া আর কিছুই দিতে পারেন নি। তিনি আরও বলেন আমরা গত বছর ভোলায় কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নিকট দাবি করেছিলাম মনপুরা জাতীয় গেটের বিদ্যুৎ দিতে হবে তারই ধারাবাহিকতায় মনপুরা জাতীয় মনপুরার জাতীয় গ্রেডের বিদ্যুতের অনুমোদিত হয়েছে অতি শীঘ্রই মানুষ বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পাবে।”
পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির ও ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ রফিকুল ইসলাম। তিনি বলেন, “কোরআনের আইন সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই ” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে চাঁদাবাজ মুক্ত দেশ জাতিকে উপহার দেওয়া হবে “। তাই আগামী নির্বাচনে জনগণকে অবশ্যই জামায়াতে ইসলামীকে সংসদে পাঠাতে হবে।”
এছাড়া মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম বক্তব্য বলেন,”আমরা চাঁদবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এছাড়াও বক্তবয় রাখেন মনপুরা ওলামা বিভাগের সভাপতি মাওঃ শামসুদ্দিন, হাজীর হাট ইউনিয়নের আমির হাফেজ মাওঃ জামাল উদ্দিন। বক্তারা সবাই সাংগঠনিক ঐক্য ও দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার জন্য দলকে সমর্থন করার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।