বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

লালমোহন ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাংগা রাস্তার সংস্কার

আজিম উদ্দিন খান, লালমোহন (ভোলা): অবশেষে দীর্ঘ দিনের দূর্ভোগের পর মহাজন বাড়ির রাস্তার ভাংতির সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় লালমোহন ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মৌলভী আব্দুল কাদির ও সেক্রেটারি জহিরুল ইসলাম ফেরদাউসের উদ্যোগে আজ ১৫ আগষ্ট জুমাবার ভাংগা রাস্তার সংস্কার করা হয়েছে।সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফরিদউদ্দিন।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই সমস্যাটি খুবই ছোটো কিন্তু এর জন্য দীর্ঘ দিন জনগণের দূর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের স্বল্প সামর্থ্যে এই আয়োজন করেছি। আমাদের জন্য ও আমাদের দলের জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে আরো বড় বড় খেদমত করতে পারি। এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম ।

জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন জামায়াতের শ্রমিক বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম চৌধূরী, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা ছালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির এই উদ্যোগে সহযোগিতা করার জন্য সুমন মহাজন, খামার ব্যবসায়ী হারুন খলিফা, জসিম উদ্দিন, ইসলামিক মডেল মাদরাসা, মোতাছিন বিল্লাহ একাডেমী ও জামিয়াতুস সুন্নাহ কাওমী মাদরাসাসহ স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *