নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮আগস্ট) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ দিন রাতেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ অনুরোধ করা হয়।
অন্যদিকে, কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, আমি শুনতে পেরেছি কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমি জানি না।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ গেছে। সে কারণে হয়ত কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট দল রয়েছে। বিষয়টি তারাই দেখাশোনা করছেন।
উল্লেখ্য, গত ২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।