শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে সংঘবদ্ধ চোর চক্রের তৎপরতা ব্যর্থ, স্থানীয়দের সহায়তায় আটক-১

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদীতে ই-ডটকো কোম্পানির মোবাইল টাওয়ারে চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। এসময় স্থানীয় জনতার সহায়তায় এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

‎এজাহার সূত্রে জানা যায়, ২০আগস্ট (বুধবার) রাত আনুমানিক ১টার দিকে গৌরনদী থানাধীন কটকস্থল এলাকার ই-ডটকো টাওয়ার (কোড নং BSGND23)-এর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে একদল চোর। এসময় টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী মোঃ জিয়াউল সরদার চোরদের উপস্থিতি টের পেয়ে বাধা দেন।

‎তখন আসামী সাবু শেখ (৩৬), পিতা-হাজী সত্তার শ, সাং- কসলিয়া (কলিয়া) পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামীকে থানায় নিয়ে যায়। এসময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল কাটিং প্লাস, স্ক্রু ড্রাইভার, গ্রিল কাটার রড, পাইপ, নাইলন দড়ি ও অন্যান্য সরঞ্জাম।

‎গ্রেফতারকৃত আসামী সাবু শেখ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, সে ও তার সহযোগী মোঃ বয়জিদ শেখ (২৪), পিতা-আয়ুব আলী শেখ, সাং-কলিয়া, মোঃ শহর আলী মোল্লা (২৬), পিতা- মৃত আব্দুল আলী মোল্লা, সাং-মনিরন্দি, মোঃ সাইফুল ইসলাম ওরফে রমজান (২৯), পিতা-আবু তাহের খান, সাং-মেল্লাদি, মুকসুদপুর, গোপালগঞ্জ, আবু হানিফ (৩০), পিতা-মোঃ কোরবান আলী মোল্লা, সাং-শিকারপুর, দেবীগঞ্জ, পঞ্চগড় (বর্তমানে ভাড়া থাকে গোপিনাথপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ) সহ আরো ৩/৪ জন মিলে টাওয়ারে চুরির চেষ্টা চালায়। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতি প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

‎স্থানীয়দের ধাওয়া খেয়ে আটককালে সাধু শেখ আহত হলে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎এ ঘটনায় ই-ডটকো সার্ভিস লিমিটেডের এরিয়া ম্যানেজার মোঃ জালাল ফরাজী (৭৩) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

‎গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান আসামিকে একই দিন বিকেলে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। ‎মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে  এস আই মো. আমির হোসেনকে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *