বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
সম্পাদকীয়

সম্পাদকীয়

জনগণের পক্ষে থাকবে দৈনিক বাংলাদেশ বাণী
০১-১১-২০২৪

দৈনিক বাংলাদেশ বাণী’র নতুন করে পথ চলায় আপনাদেরকে স্বাগতম। এই পত্রিকাটি ২০১৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। ডিক্লারেশন ও ডিএফপির যাবতীয় অনুমোদন সম্পন্ন করে পথচলা পত্রিকাটির মালিকানা সম্প্রতি পরিবর্তন হয়েছে।

নতুন ব্যবস্থাপনায় আসার পর আমাকে সম্পাদক মনোনীত করা হয়েছে। আমি আমার ২৫ বছরের সাংবাদিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পত্রিকাটি নিয়মিত সম্পাদনা করার চেষ্টা করবো।

বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে বাংলাদেশসহ সারা বিশ্বে ছাপানো পত্রিকা অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে, তবুও আমরা গণ-মানুষের কথা বলে, তাদের জন্য কাজ করে- চেষ্টা করবো সমস্যার যতটুকু উত্তরণ করা যায়।

প্রিন্ট ভার্সনের পাশাপাশি আমাদের অনলাইন নিউজ পোর্টাল কিংবা ডিজিটাল প্লাটফর্মগুলোতেও আমরা সরব থাকার চেষ্টা করবো। সবমাধ্যমেই আমরা আমাদের সুপ্রিয় পাঠক ও দর্শকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

দৈনিক বাংলাদেশ বাণী

বিগত ফ্যাসিস্ট মহাজোট সরকারের আমলে অধিকাংশ গণ-মাধ্যম তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। কোন কোন ক্ষেত্রে গণমাধ্যমের মালিকরা নিজেদের নানা ‘অবৈধ সুবিধা’ আদায়ের জন্য ‘সেল্প সেন্সরশিপ’ করে রেখেছেন।

আবার কেউ কেউ ফ্যাসিস্ট সরকারের পদলেহন করেছেন প্রকাশ্যে। যার বাস্তবচিত্র প্রত্যক্ষ করেছেন এদেশের মানুষ। সবমিলিয়ে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমের (কয়েকটি বাদে) প্রতি মানুষের আস্থা এখন খুবই কম।

এক তরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আসা জালিম আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার সফল গণ-অভ্যূত্থানের পর- নতুন বাংলাদেশে আমরা চেষ্টা করবো গণ-মানুষের পক্ষে থাকার জন্য।

নতুন আঙিকে ও নতুন ব্যবস্থাপনায় প্রকাশিত আমাদের পত্রিকার স্লোগান হচ্ছে ‘বৈষম্যের বিরুদ্ধে…’। যেসব বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছেন, আহত কিংবা পঙ্গু হয়েছেন- সেসব বৈষম্যের বিরুদ্ধে এবং জনগণের পক্ষে আমরা সবসময় সোচ্চার থাকার চেষ্টা করবো।

নতুন আঙিকে পথ চলায় আমাদের পত্রিকাটির উদ্বোধন করছেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের কৃতি সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র গর্বিত পিতা মো. জাকির হোসেন। ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামের রাজপথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনরত অবস্থায় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

রহমতপুরের মানিককাঠিতে তাঁর জানাজায় বরিশালের শত শত মানুষ অংশগ্রহণ করেন। সেদিনের সেই দৃশ্য আজো আমাদের চোখে ভাসে। একজন শহীদের গর্বিত পিতাকে দিয়ে আমাদের পত্রিকার উদ্বোধন করাতে পেরে আমরা ধন্য।

আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করি। পাঠক ও গ্রাহক হয়ে এবং বিজ্ঞাপন দিয়ে পাশে থাকুন দৈনিক বাংলাদেশ বাণী’র ।
##

আযাদ আলাউদ্দীন
সম্পাদক
দৈনিক বাংলাদেশ বাণী ।

আরো পড়ুন

Muladi kamal

রোগীদের সেবার পাশাপাশি ধর্মীও বই লিখছেন ডাক্তার কে.এম.জাহিদুল ইসলাম

ভূঁইয়া কামাল, মুলাদী॥ বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *