বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো উপ-উপাচার্য পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী তার নিয়োগ হয়।
বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩০ অক্টোবর থেকে চার বছরের জন্য ড. গোলাম রব্বানিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে বর্তমানের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন। এছাড়া, বিধি অনুযায়ী তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন ও ভাইস চ্যান্সেলরের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।