শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে লালমোহনে মশাল মিছিল

লালমোহন প্রতিনিধি।।

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় মশাল মিছিল করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা গণ-অধিকার পরিষদের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দিল্লির প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না।

একইসঙ্গে আগামী ২৪ঘন্টার মধ্যে জাতীয় পার্টিসহ ১৪দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। না হয়, আরো কঠিন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা।

লালমোহন উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আরিফ হোসেন, ভোলা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আতিকুর রহমান আবু তৈয়ব, জেলা ছাত্রঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাহাত হাসান রুমিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগিরক ঐক্যসহ বিভিন্ন দল এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *