বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশে ঝালকাঠিন রাজাপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩০আগষ্ট সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গগনা শেষে রাত আটটায় প্রধান নির্বাচন কমিশনার শামসুল আলম বাবুল গাজী নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এতে সভাপতি পদে মোঃ দুলাল গাজী কোদাল প্রতীকে ২৬৯ভোট এবং সাধারণ সম্পাদক মোঃ আজিজুল খলিফা ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হোন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও প্রাপ্ত ভোট হলো মোঃইসমাইল প্রাপ্ত ভোট ১৬০ ও সাইদুর রহমান প্রাপ্ত ভোট ১৮৯।
নির্বাচনে অপর বিজয়ী প্রার্থীরা হলো সহ সভাপতি রমজান খলিফা-১৮৪, সাংগঠনিক সম্পাদক পদে রবিউল গাজী- ২০২,সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃশাহ আলম (- ২৪০), সহ অর্থ সম্পাদক জহিরুল ইসলাম -২২১ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৫১৭জন ভোটারের মধ্যে ৪৭৯জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রদান করেন।
এসময় অন্য নির্বাচন কমিশনার মঈনুল হক লিপু মাতুব্বর ও মাসুদ হাওলাদার সহ স্থানীয় ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।