বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালীতে ইয়াবাসহ ‘চায়না হাসান’ আটক

নিজস্ব প্রতিবেদক।। 

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ওই গ্রামের হালিম গাজীর ছেলে। স্থানীয়ভাবে “চায়না হাসান” নামে তিনি পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসানের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *