নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ওই গ্রামের হালিম গাজীর ছেলে। স্থানীয়ভাবে “চায়না হাসান” নামে তিনি পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসানের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।