পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
উদ্বোধনী দিনে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন আয়োজক কর্মকর্তারা। এরপর খামারিদের প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহিউদ্দিন। দিনব্যাপী নানা আয়োজনের পর বিকেল ৪টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। উপজেলা জুড়ে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।