শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম মোমিনের গাড়িবহরে হামলা-সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম মোমিন নেতাকর্মীদের প্রতিরোধের মুখে নিজ এলাকায় প্রবেশ করতে না পেরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৩০আগস্ট) দুপুরে তিনি দৌলতখান হয়ে নিজ গ্রামে যাওয়ার পথে সাবেক এমপির সমর্থকরা তার গাড়িবহর আটকে দেয় বলে অভিযোগ করেন। এসময় গাড়ি ভাঙচুর করা হয় এবং সঙ্গে থাকা অন্তত তিনজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম মোমিন বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা। দীর্ঘদিন পর এলাকায় প্রবেশ করতে গেলে পরিকল্পিতভাবে আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। আমার তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন। এলাকায় গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি মহল এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৭বছর ধরে এলাকাবাসীর সাথে সরাসরি যোগাযোগ রেখে এবার মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের পাশে দাঁড়াতে চাইলে প্রতিদ্বন্দ্বীরা ভয় পেয়ে তার ওপর হামলা চালিয়েছে।

এদিকে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম মোমিন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭বছর ধরে তিনি দলীয় কার্যক্রম ও সাধারণ মানুষের দুঃসময়ে পাশে ছিলেন না। এ কারণে ক্ষুব্ধ নেতাকর্মীরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *