শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গঙ্গাপুরে বজলু বাহিনীর হামলায় জামায়াত কর্মী ও তার ছেলে রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক:
ভোলা বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী বজলু বাহিনীর হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী মো. সাদিক খাঁ (৫০) ও তার ছেলে মোহাম্মদ কাউসার হোসেন (১৪) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ০২ নং ওয়ার্ড তালুকদার বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ১৯ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের অভিযোগে যুবদল নেতা মোহাম্মদ বজলু আখন্দের নেতৃত্বে বাহিনীর সদস্য মুন্না (২৩), পলিন (২৩) ও হেলাল (২৪) তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠির আঘাতে সাদিক খাঁ গুরুতর আহত হন এবং তার ছেলে কাউসারের নাকের হাড় ভেঙে যায় ও বুকে প্রচণ্ড আঘাত লাগে।

এলাকাবাসীর অভিযোগ, বিএনপি ও অঙ্গসংগঠনের পদবীকে ব্যবহার করে বজলু বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। তারা তেতুলিয়ার চর দখল, মাছঘাট নিয়ন্ত্রণ, জেলেদের চাউলের কার্ড বণ্টন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নানা কার্যক্রমেও কর্তৃত্ব বিস্তার করেছে। এ কারণে স্থানীয়রা সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছে।

হামলার শিকার ছাত্র মোহাম্মদ কাউসার গঙ্গাপুর গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ভয় ও হামলার কারণে দীর্ঘ দুই মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ ছিল তার। বর্তমানে সে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইমরান হোসেন জানান, শক্ত লাঠির আঘাতে তার নাকের হাড় ভেঙে গেছে এবং বুকের পাঁজরে গুরুতর আঘাত পেয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *