শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পিরোজপুরে বিএনপির কাউন্সিলের ব্যালট বাক্স ছিনতাই

পিরোজপুর প্রতিনিধি।।

‎পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গ্রহণ শেষে গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই করা হয়ছে । এ ঘটনার কারনে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে।

‎মঙ্গলবার রাতে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে। দীর্ঘ ১০বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে ৭টি ইউনিয়নের ৪৯৭জন কাউন্সিলরের মধ্যে ৪৮২জন ভোট দেন। বিকেলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও রাত সাড়ে ৮টার দিকে গণনা শুরুর পর হঠাৎ হট্টগোল ও হাতাহাতির ঘটনায় প্রক্রিয়া ভণ্ডুল হয়ে যায়। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে কেউ তা নিশ্চিত করেননি।

‎ঘটনার পর পুরো জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

‎কেন্দ্র থেকে কাউন্সিল কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে ভোটগ্রহণ শেষে সাংগঠনিক সম্পাদক পদের গণনার সময় হট্টগোল শুরু হয়। তবে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি বলেন, “কাউন্সিল চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি আমি ইতোমধ্যে কেন্দ্রকে জানিয়েছি।”

‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “গণ্ডগোলের কারণে কাউন্সিল পণ্ড হয়ে গেছে। তবে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল অব্যাহত আছে।”

‎উল্লেখ্য এর আগে নেছারাবাদ উপজেলা, কাউন্সিলের সময়৷ হট্টগোল দেখা দিলে সাংবাদিকদের  বের করে দিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনা হয়



আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *