শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

১২ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-মেজবাহ উদ্দিন ফরহাদ

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করেছে হিজলা উপজেলা বিএনপি।

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ।

৩সেপ্টেম্বর বুধবার উপজেলার হ্যালি প্যাড মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনন্দ মিছিল এসে আলোচনা সভা জনসভায় রূপ নেয়। আলোচনা সভা শেষে র‍্যালীর আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বলেন, ফ্যাসিস্ট সরকার এর পতনের পর দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিকে ধাবিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, কিন্তু কিছু দল নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, “কিছু দল প্রচার করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। বেহেশতে যেতে হলে নেক আমল করতে হবে।” সুতরাং অপপ্রচার করে লাভ নেই।

আগামী ১২ফেব্রুয়ারি নির্বাচন হবে আল্লাহ ব্যতীত কোন শক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না। আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণের কাছে যান জনগণের জন্য কাজ করুন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার,উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা কৃষকদল আহবায়ক সম ফারুক, ১নং যুগ্ম আহ্বায়ক মামুন জমাদার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন খান সহ অন্যান্যরা।

আলোচনা সভা সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *