সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের তুলাতুলা বাজারে শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেলে এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং “ফলজ গ্রাম গড়তে” স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজের মাঝে প্রায় এক হাজার ফলজ গাছ বিতরণ করা হয়।
কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ মোঃ ফেরদৌস হাওলাদার এবং প্রবাসী বিএনপি নেতা মোঃ কিবরিয়া তালুকদার, মাইনুল ইসলাম মানু ও নুর ইসলাম তালুকদার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন খানজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদ সিকদার ও ইউনিয়ন যুবদল নেতা লিটন হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ মজিবুর রহমান মাস্টার, আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা নুপুর মজুমদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিব খান, গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাংগঠনিক সম্পাদক তালুকদার সাহরাজ, এছাড়াও গৌরনদী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী এবং স্থানীয় তরুণ সমাজ উপস্থিত ছিলেন।
বক্তব্যে কৃষিবিদ ফেরদৌস হাওলাদার বলেন “একটি ফলজ গাছ মানে শুধু একটি গাছ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, খাদ্য ও আর্থিক সুরক্ষার উৎস। আমরা যদি প্রতিটি গ্রামে ফলজ বৃক্ষ রোপণ করতে পারি, তবে পরিবেশ রক্ষা হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ সমাজ গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের আদর্শকে জীবন্ত রাখার এক অনন্য উদ্যোগ।”
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী ও যুবকের হাতে বিভিন্ন প্রকার ফলজ গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি শহীদদের স্মরণে কমলাপুর প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও তুলাতুলা বাজার এলাকায় ফলজ গাছ রোপণ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ নয়, বরং আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।