বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ইলিয়াস মিয়ার গণসংযোগ

‎সোলায়মান তুহিন, গৌরনদী
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এখন সরগরম। রাজনৈতিক অঙ্গনে সমীকরণ বদলাতে পারে এমনই এক শক্তিশালী কর্মসূচি নিয়ে গণসংযোগে নেমেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া।

‎রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগ পুরো এলাকাজুড়ে এক ভিন্ন রকম প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। বাজার এলাকা, রাস্তা ও আশপাশের জনবহুল পয়েন্টগুলোতে উপস্থিত জনতার ভিড় দেখে বোঝা গেছে—এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে যাচ্ছে।

‎ইলিয়াস মিয়া পথচারী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ নানাপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন “মানুষের ভোটের অধিকার, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও প্রান্তিক মানুষের উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।” তার এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও আশাবাদ লক্ষ্য করা যায়।

‎গণসংযোগে দলের শক্তিশালী উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এতে যোগ দেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন। ‎এ ছাড়া উপস্থিত ছিলেন, গৌরনদী পৌর যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, ছাত্র অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিয়ে পুরো বাজার এলাকা মুখরিত করে তোলেন।

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-১ আসনে নতুন নেতৃত্বের উত্থান ও পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের মধ্যে ক্রমেই স্পষ্ট হচ্ছে। ইলিয়াস মিয়ার গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আসনের নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলবে বলে তারা ধারণা করছেন।

‎গণসংযোগ শেষে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি, সেবাবঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান ও দৃশ্যমান পরিকল্পনা থাকা প্রার্থীকে তারা সামনে দেখতে চান। আজকের কর্মসূচি তাদের মাঝে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।

 

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *