সোলায়মান তুহিন, গৌরনদী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এখন সরগরম। রাজনৈতিক অঙ্গনে সমীকরণ বদলাতে পারে এমনই এক শক্তিশালী কর্মসূচি নিয়ে গণসংযোগে নেমেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগ পুরো এলাকাজুড়ে এক ভিন্ন রকম প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। বাজার এলাকা, রাস্তা ও আশপাশের জনবহুল পয়েন্টগুলোতে উপস্থিত জনতার ভিড় দেখে বোঝা গেছে—এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে যাচ্ছে।
ইলিয়াস মিয়া পথচারী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ নানাপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন “মানুষের ভোটের অধিকার, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও প্রান্তিক মানুষের উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।” তার এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও আশাবাদ লক্ষ্য করা যায়।
গণসংযোগে দলের শক্তিশালী উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এতে যোগ দেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন। এ ছাড়া উপস্থিত ছিলেন, গৌরনদী পৌর যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, ছাত্র অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিয়ে পুরো বাজার এলাকা মুখরিত করে তোলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-১ আসনে নতুন নেতৃত্বের উত্থান ও পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের মধ্যে ক্রমেই স্পষ্ট হচ্ছে। ইলিয়াস মিয়ার গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আসনের নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলবে বলে তারা ধারণা করছেন।
গণসংযোগ শেষে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি, সেবাবঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান ও দৃশ্যমান পরিকল্পনা থাকা প্রার্থীকে তারা সামনে দেখতে চান। আজকের কর্মসূচি তাদের মাঝে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।