আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।
বাংলাদেশ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একাডেমির উদ্যোগে লালমোহনে দিনব্যাপী মাঠ পর্যায়ের সমাজকর্মী প্রশিক্ষণের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার ৫সেপ্টেম্বর, ২০২৫ লালমোহন উপজেলা জামায়াত কার্যালয়ে সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলে।
দিনব্যাপী প্রশিক্ষণে ছয়টি ভিন্ন ভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে পবিত্র কুরআনের শিক্ষা বিষয়ে আলোচনা করেন সংগঠনের লালমোহন উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হক। উদ্বোধনী বক্তব্য দেন এডভোকেট রহমত উল্লাহ সেলিম।
দ্বিতীয় সেশনে দৈনন্দিন জীবনে সামাজিক কাজ, সমাজকল্যাণ ও সমাজকর্মের মৌলিক ধারণা তুলে ধরেন মাস্টার ট্রেইনারগন।
তৃতীয় সেশনে সামাজিক সমস্যা বিশ্লেষণ ও সমাধানের কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন।
চতুর্থ সেশনে সেবা প্রদানের পদ্ধতি ও কৌশল, ইসলামে সমাজসেবার গুরুত্ব এবং সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
পঞ্চম সেশনে সমাজসেবার সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় একজন সমাজকর্মীর বৈশিষ্ট্য ও ভূমিকা নিয়ে আলোচনা হয়।
৬ষ্ট সেশনে উন্মুক্ত আলোচনা ও ফিডব্যাকে প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথি মাওলানা আব্বাস উদ্দিনের বক্তব্যে প্রশিক্ষণের প্রথম পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।