বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গণসংযোগ পক্ষ উপলক্ষে দৌলতখানে জামায়াতের বৈঠক

মাকছুদুর রহমান পাটোয়ারী।।

দেশব্যাপী ঘোষিত সাংগঠনিক গণসংযোগ পক্ষের অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলায় জামায়াতে ইসলামী মাঠপর্যায়ের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ ১৩সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৭সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশ নিয়েছেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং চলমান পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

বুধবার (১৭সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, গণসংযোগ পক্ষের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরা এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার লক্ষে সকল জনশক্তি মাঠ পর্যায়ে গণসংযোগ পক্ষের কার্যক্রম চালিয়ে যেতে আহ্বান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা তারবিয়েত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির গোলাম মাওলা সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *