বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিআরডিবি মোড়ে এ অভিযান চালানো হয়। এতে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে মো. কামরুল হাসান মুন্না নামে এক যুবককে ৭পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।আটককৃত যুবক চরফ্যাশন পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মানিব্যাগ ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি সড়ক পরিবহন শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *