মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি।।
পায়রা বন্দর ২০২৬ সালের জুলাই মাস থেকে পূর্ণোদ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
মঙ্গলবার সকালে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ভবনের মিলনায়তনে আয়োজিত “পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা ও অপারেশনাল কার্যক্রম” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, বন্দরের ১৯টি কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে। বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা সাড়ে ৬ মিটারের বেশি, যেখানে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্যবাহী মাদার ভেসেল ভিড়তে পারে। মেইনটেন্যান্স ড্রেজিংয়ের মাধ্যমে গভীরতা ১০.৫ মিটার পর্যন্ত উন্নীত করা সম্ভব হলে এটি হবে দেশের সবচেয়ে গভীর সমুদ্রবন্দর।
তিনি আরও বলেন, বন্দরের নিজস্ব তত্ত্বাবধানে দুটি ড্রেজার ক্রয় করে ড্রেজিং কাজ পরিচালনা করা হবে, যাতে ব্যয় সাশ্রয় সম্ভব হয়। আশপাশের দুটি বিদ্যুৎকেন্দ্রের কয়লা হ্যান্ডলিং করেই ড্রেজিং ব্যয় মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চেয়ারম্যান আরও বলেন, অন্যান্য বন্দরের তুলনায় পায়রা বন্দরের ঢাকার সঙ্গে নৌ ও সড়ক যোগাযোগের দুরত্ব কম হওয়ায় এটি সময় ও খরচ সাশ্রয়ী। নদীপথে ২৪ ঘণ্টা কন্টেইনার পরিবহন করা যাবে। পাশাপাশি ৬ লেন সড়ক নির্মাণ সম্পন্ন হলে যানজটবিহীনভাবে কার্গো পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পায়রা বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। স্বাগত বক্তব্য দেন সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন চৌধুরী।
এছাড়াও সভায় বক্তব্য দেন মোংলা, পায়রা, পানগাঁও ও ল্যান্ড পোর্টের পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টসের সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদ, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেনসহ অনেকে।
সভায় বন্দরের বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরে সেগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানান বক্তারা। এতে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।