শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাকেরগঞ্জে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা : আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত করার অনন্য আয়োজন

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার (১৯ ও ২০সেপ্টেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় মানুষের মাঝে দারুণ উৎসাহ সৃষ্টি করেছে।

আধ্যাত্মিক ও নৈতিক চেতনা জাগ্রত করার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, কুইজ, সাবলীল ইংরেজি, উর্দু, আরবি ও বাংলায় বক্তব্য, আল্লাহর ৯৯ নাম, কবিতা আবৃতি, গজল, হামদ, নাতে রাসুল (সা.), টেলিগ্রাফি ও বাংলা প্রবন্ধসহ মোট ৩০টি বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। সমাজসেবক আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান ও যুব আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আ. সবুর।

প্রতিযোগিতার প্রতিটি পর্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপনা ও ইসলামী চেতনায় উজ্জীবিত বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং তাদের জীবনে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওসার আহম্মেদ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *