আব্দুল্লাহ মামুন:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাস্তা সংস্করণ, বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবি পার্টির নেতৃবৃন্দ।
২৩ জুন সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর হাতে এ স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব মোঃ রায়হান উদ্দিন, সদস্য সচিব জি এম রাব্বী, রাজীব খান, শাহিন হাওলাদার, মো:সাজ্জাদ হোসেনসহ বাবুগঞ্জ এবং বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্য এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, আমার বাংলাদেশ পার্টি, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিগত ১৪ জুন- জুলাই যোদ্ধা শহীদ মোঃ খলিল খান এর কবর জিয়ারত করেন এবং পরবর্তীতে শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে শহীদের পরিবার এবং ওখানকার স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন যে, দীর্ঘ অনেক বছর ধরে বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর ও চাঁদপাশা ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট এবং ব্রীজের কোনরকম সংস্কার কাজ হচ্ছেনা। যার কারনে ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় এবং ব্যবহার অনুপোযী হয়ে পড়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থার কারনে এখানকার লোকজনের যাতায়াতে ভোগান্তির শেষ নেই।
পাশাপাশি এলাকাবাসী আরও আক্ষেপ করে জানান চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর ওয়ার্ডের অনেকেই উপযুক্ত হওয়া সত্ত্বেও সরকারি বিভিন্ন ভাতা এবং দুঃস্থ শিক্ষার্থীরা উপবৃত্তি (মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক) থেকে বঞ্চিত।
তাই আমরা রাস্তার সংস্কার ও সরকারি সকল ভাতাদি নিয়মানুযায়ী এলাকার উপযুক্ত ব্যক্তিগণ পেতে পারেন সে বিষয়ে যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।