এম জামাল, বোরহানউদ্দিন॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার উদ্যোগে আসন্ন কর্মী সম্মেলন-২০২৫ সফল করার লক্ষ্যে বোরহানউদ্দিনের হাসাননগরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) আসর থেকে এশা পর্যন্ত ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রদক্ষিণ করে।
ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা তৈয়ব হোসাইনের নেতৃত্বে এ শোডাউনে অংশ নেন জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা। তারা মাইকিং, মিছিল ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কর্মী সম্মেলনের তারিখ, সময় ও স্থান সম্পর্কে ওই এলাকায় মানুষকে অবহিত করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “কর্মী সম্মেলন ভোলা জেলার জামায়াতের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় করবে।” শোডাউন শেষে ইউনিয়ন আমীর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে সম্মেলনে অংশগ্রহণ এবং সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জানা যায়, আগামী ২৫ জানুয়ারি রোজ শনিবার সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা জামাতে ইসলামির আয়োজনে কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।