মো. নুর উল্লাহ আরিফ , চরফ্যাশন।।
সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশদের চাকরি জাতীয় করনের দাবিতে টানা আঠারো দিন কলম বিরতিসহ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থা ধর্মঘট পালন করছে সারা দেশের নকল নবিশগণ। এরই ধারাবাহিকতায় ভোলার নয়টি সাব-রেজিস্ট্রিার আফিসে চলছে কলম বিরতি। এতে ব্যাহত হচ্ছে দলিল রেজিস্ট্রি কার্যক্রম। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ভোলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গেলে দেখা যায়, নকল নবীশগণ অফিসে বসে অলস সময় পার করছেন। কেউ কলম হাতে নিচ্ছেন না। সারা দেশের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেই মুলত তারা এই কর্মসূচি পালন করছেন। গত ২০ অক্টোবর থেকে টানা ১৮ দিন কলম বিরতি পালন করছেন তারা।
শশিভূষণ সাব-রেজিস্ট্রার অফিসে সহিমোহর নিতে এসে চর কলমি ইউনিয়নের কাজি ইমরান নামে এক ভুক্তভোগী জানান, আজ বিশ দিন পর্যন্ত ঘুরাঘুরি করতেছি একটা সহিমোহরের জন্য। আদালতে ওই জমির মামলা চলমান থাকায় আমার সহিমোহর একান্ত প্রয়োজন। কিন্তু নিতে পারছি না।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মোশারেফ হোসেন বলেন, আমাদের এ পেশায় চাকুরী করতে করতে অনেকেই বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু চাকুরী জাতীয়করণ হবে হবে করে হচ্ছে না। দেশের মানুষকে আমরা যে ধরণের সেবা দেই, সেই তুলনায় আমরা কিছুই পাই না। তারা মনে করেন তাদের এই দাবি শতভাগ যৌক্তিক।
এ সময় সাব-রেজিস্ট্রার বলেন, আমরা নকল নবীশের জাতীয়করণের পক্ষে আছি। তারা জাতীয়করণ হলে তা ভালো হবে।