শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

শারদীয় দুর্গাৎসবে উপলক্ষে হিজলায় শুভেচ্ছা বিনিময় করেন রাজিব আহসান

কাজল দে, হিজলা:
“এই যে পাশে মসজিদে আযান হচ্ছে, মন্দিরে পূজা হচ্ছে এটাই সম্প্রতি,এটাই বাংলাদেশ। এটাই বাংলাদেশের জাতীয়তাবাদ। আমরা বিশ্বাস করি অশুভ শক্তিকে দূর করে সবাইকে শুভ শক্তিতে আবদ্ধ করবে। অন্যায়কে পরাজিত করে ন্যায়কে আমন্ত্রণ করবে। খারাপ জিনিসকে দূরে ঠেলে দিবে। ভালো এবং মহৎ কাজে আমন্ত্রণ জানাবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কোন কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। ভোটের জন্য আমরা এখানে আসিনি। আপনারা যদি মনে করেন আমাদের সততা,নিষ্ঠা, ঐক্যবদ্ধতা ভালো লাগে তাহলে জাতীয়তাবাদের পাশে থাকবেন”। হিজলা উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রাজিব আহসান।

এ সময় ১৫ জন হিন্দুধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।

বুধবার (০১ অক্টোবর)বেলা ৪ টায় হিজলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিপলু, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, হিজলা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক বলেন, আমি শহীদ জিয়ার একজন কর্মী হিসেবে, বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আপনাদেরকে এতোটুকু আশ্বস্ত করতে পারি, পাঁচ আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর আমি হিন্দু ভাইদের থেকে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত কোন অভিযোগ পাইনি। যদি কোন অভিযোগ থাকে অবশ্যই আমাদেরকে বলবেন। বিষয়টা এমন না যে আপনারা আমাদের উপর নির্ভরশীল আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন।
আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ালেখা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র ইসলাম ধর্মের শিক্ষক ছাড়া বাকি সব টিচার হিন্দু ছিল। সেখানে তো আমার মাঝে কোন প্রভাব বিস্তার করেনি। আমরা তো সবাই একসাথে থেকেছি একসাথে চলেছি। আমার ভালো বন্ধু যারা তার মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক। আমরা মনে করি সবাই আমাদের আত্মীয় সবাই আমরা একই ভূমিতে বড় হয়েছি। সবাই সমান সুযোগ সমান অধিকার নিয়ে এই সমাজের নাগরিক হিসেবে টিকে থাকবো।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *