শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লালমোহনে মানববন্ধন

আজিম উদ্দিন খান লালমোহন ভোলা।।

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচেটিয়া অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬অক্টোবর) সকাল ৯টায় লালমোহন চৌরাস্তায় “বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান সমন্বয়ক মো. আবুল হাসান নেতৃত্ব দেন।

লালমোহনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাকরি প্রত্যাশী তরুণ, শিক্ষিত বেকার যুবক ও সচেতন নাগরিকবৃন্দ এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে।

তারা আরও দাবি জানান ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ দ্রুত বাতিল করতে হবে।

দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয় করতে হবে।

যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও দ্রুত ও কার্যকর ভূমিকা রাখা জরুরি বলে তাঁরা দাবি জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *