এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ॥
মেহেন্দিগঞ্জে পাতারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরা।
সরজমিনে দেখা গেছে শিক্ষার্থীরা নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হন । ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই স্কুলে উপস্থিত হন তারা। বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
৩ য় শ্রেণীর শিক্ষার্থী আফিয়া বলেন, ‘বই পাব সেই টেনশনে রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি। বই নিতে সকাল সকাল মাকে নিয়ে এসেছি। বই পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। বাড়িতে নিয়ে গিয়ে বই পড়া শুরু করব,নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের মাতোয়ারা হতে দেখা গেছে। সবাই মেতে উঠেছেন নতুন বইয়ে।
গতকাল বুধবার বেলা ১২ টায় পাতারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে স্কুলের হল রুমে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খগপতি রায়, সহকারী শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম আনিছুর রহমান, স্কুলের শিক্ষক, এ্যাডহক কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।