কবিগণ কবিতার সাথে।।
কেশবপুরের বরপুত্র
(কবি কামাল আহসান স্মরণে)
জামাল হোসাইন
তিনি ছন্দের জাদুকর হয়ে—
মেঘের মই এ চড়ে, স্বর্গ-মর্ত্যে নীল পরিদের দেশে,
নীলাকাশ হতেগাঁয়ের নদী পূবালী হাওয়ায় ভেসে
অবিরাম চলেছেন বয়ে।
ক্বলবে ছিল ভয়!
কথার মালায় নবীর দরুদ, খোদার তাসবিহ যত,
ছন্দেছন্দে মনিবের পায়ে করেছেন মাথা নত!
দিয়েছেন আবেদের পরিচয়।
করেছেন তিনি—
সৃষ্টির সাথে কাব্য কথায় স্রষ্টার যোগসুত্র,
তিনি ছিলেন কেশবপুরের কবিতার বরপুত্র!
কবিতার বরপুত্র!
চিহ্ন
(কবি কামাল আহসান স্মরণে)
সাইফুল্লাহ সাইফ
ছেদ বা যতি চিহ্নে আটকে আছি—
হাইফেনের মতো।
এখানে থামার প্রয়োজন নেই
নেই; ভালো আছি ভালো নেই বলে—
কোনো বাড়তি শব্দ খরচের।
দাঁড়িয়ে আছি চলন্ত সড়কের উপর
ঝুলে আছি হ্যাঙ্গারে,
সাদায় মোড়ানো ধুলোর পিরানে
ক্যালেন্ডারে বারোমাসি ঋতুর মতো।
নিয়ম ভেঙ্গেছে আইন,
আইনের চোখে তাই জল।
হাইফেনের মতো এখানে—
থামার নেই প্রয়োজন— শুধুই নিস্ফল।
ভালো থেকো বন্ধু
(কবি কামাল আহসান স্মরণে)
সৈয়দ সাইফুল্লাহ শিহাব
আহা বিগত শব্দের মাঝে তুমি কত ঝড় তুলেছিলে
মেঘ ফুড়ে শ্রাবণের দুপুরে তীব্র ফুটে ওঠা সূর্য-ফুল।
সন্ধ্যার আড্ডায়, চমকিত চায়ের কাপে;
বৃষ্টির রেণুর মত চঞ্চল কুণ্ডুলী করে পড়েছ প্রেমের ইসতেহার।
রেলগাছ তলে, শিল্প কোণ কিংবা প্রীতি প্রকাশনে
বাসাপের ঝলমলে ডায়াসে তুমি জ্বলে উঠেছিলে
অনন্য – স্বতন্ত্র এক আলোকোজ্জ্বল গোলাপ ।
আল হাফিজ, নয়ন আহমেদ, হারুন আল রাশিদ, পথিক মোস্তফা
শেকড়ের সন্ধানে ঝুলে ছিল তোমার দু’চোখের তারায়।
মেড ইন বরিশাল, মেড বাই বরিশাল
শেকড়ের তলানিতে আচমকা কুঠারাঘাত।
কামাল আহসান উড়ে গেলো পরিযায়ী পাখিদের মত
শীতার্ত রজনী ফেলে কোন এক নাতিশীতোষ্ণ গ্রীষ্মের দেশে।
ভালো থেকো বন্ধু, হৃদয়ের ওমে ভরা উষ্ণতায় চিরন্তন শষ্যের গোলাঘরে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।