শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

ঝালকাঠিতে  অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

 ঝালকাঠি প্রতিনিধি‍ ‍॥
ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে  হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুল বক্স থেকে ইয়াবগুলো  উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে  হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারো কাছে পাওয়া যায়নি তাই চালক জড়িত কিনা তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে অ্যাম্বুলেন্সে চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ  ইয়াবা রেখে গেছে। এ বিষয়ে আমি জড়িত না।
জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
এদিকে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শামিম আহম্মেদের কোন মন্তব্য পাওয়া যায় নি।

আরো পড়ুন

Tanvir-Arafat-SP-DC

বরিশালে সাংবাদিক পেটানো সেই ডিসি গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার (ডিসি) ‘তিন অপশন’ খ্যাত পুলিশ সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *