তেতুলিয়ায় বালু উত্তোলন : ১ লাখ টাকা জরিমানা, আটক ১
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বুধবার (০৬ নভেম্বর) এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন মো. মেহেদী হাসান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সঙ্গীয় ফোর্স। জনস্বার্থে তেতুলিয়া নদীতে আজ ০৬/১১/২৪ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন ানা পুলিশ। জনস্বার্ েবোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।