শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

নিজস্ব প্রতিবেদক।।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বরিশালে চার দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বরিশালের ব্রজমোহন বিদ্যালয় (বি এম স্কুল) মিলনায়তনে বিকেল ৪:০০টায় এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, চ্যানেল আই এর ব্যুরো প্রধান সাইদ পান্থ এবং জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক।

সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সহ সমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদার প্রমুখ। উদ্বোধক বাহাউদ্দিন গোলাপ বলেন যে, আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক আলোকিত ও সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।বই পড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সেই আলোকিত মানুষ তৈরি করা সম্ভব।

উল্লেখ্য, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত এ মেলা সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ বই রয়েছে।

আলোকিত মানুষ চাই ’ শ্লোগানকে সামনে রেখে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে এ বইমেলা কার্যক্রম পরিচালনা করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেট লাইফ এর সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সারা দেশের সকল বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে পর্যায়ক্রমে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *