বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলার বোরহানউদ্দিনে ইদারার মূল কেন্দ্র দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। ৪২ বছর ধরে নিরলসভাবে দ্বীনি শিক্ষা, আদর্শ ও নেতৃত্বের আলো ছড়িয়ে যাওয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপার মাওলানা ফখরুদ্দিন কে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বিদায় জানানো হয়।
সোমবার(৩০জুন) সকাল ১০টায় মাওলানা রেজাউল করিম সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়। এসময় বিদায়ী সুপার বলেন,
এই প্রতিষ্ঠান আমার জীবনের অংশ। ৪২ বছর যেন এক পরিবারের সঙ্গে বসবাস করেছি। আমি কেবল চেষ্টা করেছি আল্লাহ ও তাঁর রাসূল (স.)এর পথে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে। ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আমার আসল প্রাপ্তি। নিজেকে ভালো মানুষ এবং আদর্শ মুমিন হিসেবে গড়ো। কুরআন-সুন্নাহর আলোতে জীবনকে আলোকিত করো।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা রেজাউল করিম বলেন, আমরা যেমন তাঁর কাছ থেকে শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব পেয়েছি, তেমনি পেয়েছি একজন নীতিবান অভিভাবককে। তাঁর প্রতিটি উদ্যোগ ইতিহাস হয়ে থাকবে। এই মাদ্রাসার অগ্রগতির প্রতিটি ধাপে তাঁর অবদান অবিস্মরণীয়।
সহকারী মৌলভী মাওঃ নুরুল কবীর তাঁর বক্তব্যে বলেন, ৪২ বছরের বিদায়ের মুহূর্ত… এক ইতিহাস, এক অনুপ্রেরণা। হুজুর শুধু একজন শিক্ষক নন।তিনি ছিলেন এক রুহানী অভিভাবক, একজন আলোকবর্তিকা।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালিত হয় হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায়। উপস্থিত সকলে অশ্রুসজল চোখে বিদায় জানান এই মহান ব্যক্তিত্বকে, যিনি একটি প্রজন্মকে বদলে দেওয়ার পেছনে ছিলেন নীরব পথপ্রদর্শক।
প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে সুপার হুজুরকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। আবেগঘন মুহূর্তে বক্তব্য রাখেন। তাঁর কণ্ঠে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দায়িত্ববোধের গভীর প্রতিচ্ছবি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।