সোলায়মান তুহিন।।
বরিশালের গৌরনদী উপজেলায় একটি বসতঘরে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামালের বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে চুরির সাথে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে।
এজাহার সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার শরিকল গ্রামের সৈয়দ সাজ্জাদুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করায় গ্রামের বাড়িটি প্রায়ই ফাঁকা থাকে। মাঝে মাঝে পরিবারের সদস্যরা এসে ঘরবাড়ি দেখে যান।
গত ৬সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ৭সেপ্টেম্বর সকাল পর্যন্ত কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়ির পিছনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর থাকা একটি সিঙ্গার কোম্পানির ফ্রিজ, পাঁচ সিটের সোফাসেট, দুটি সেমি বক্স খাট, চারটি প্লাস্টিকের চেয়ার, স্টিলের পাতিলসহ বিভিন্ন গৃহস্থালি মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে সাজ্জাদুল ইসলামের বোন সোনিয়া আক্তার ঘরে গিয়ে চুরির ঘটনা দেখতে পান এবং প্রতিবেশীদের ডাক দেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর রাতে পুলিশ শরিকল গ্রামের দুলাল খান (৪৫) ও মনির বেপারীকে (৩৮) গ্রেফতার করে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া সোফাসেট, একটি সেমি বক্স খাট, চারটি প্লাস্টিকের চেয়ার, পাঁচটি স্টিলের পাতিল এবং চুরির কাজে ব্যবহৃত একটি লোহা কাটার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। একই সঙ্গে আরও পাঁচজন সহযোগীর নাম প্রকাশ করেছে, যারা ঘটনার রাতে একসঙ্গে বসতঘরে প্রবেশ করে চুরি করে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা বাড়ি লক্ষ্য করে চুরির ঘটনা ঘটে। দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।