নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে একজন জেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মা ইলিশ শিকার করছিল। এসময় তাদের মধ্যে একজনকে আটক এবং ব্যবহৃত কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মা ইলিশ সংরক্ষণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।