বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-৩

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন — নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল গাজী এবং সিদ্ধকাঠী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ তালুকদার।

ঘটনাটি ঘটে গত ১৫অক্টোবর (বুধবার) দুপুর আনুমানিক ১২টা ৩০মিনিটে, নলছিটি উপজেলার নান্দিকাঠি এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, সেদিন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর গণসংযোগ শেষে নলছিটি ফেরিঘাটে বিদায় জানানোর পর ফেরার পথে খবর পান— নলছিটি শিমুলতলা এলাকায় ছাত্রদলের উপর কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে। এ খবর শুনে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি পর্যবেক্ষণের জন্য সাথে থাকা নেতৃবৃন্দকে ঘটনাস্থল পর্যবেক্ষণে যেতে নির্দেশনা দিলে, তাৎখনিক রেজাউল করিম বাবু, জুয়েল গাজী ও আরিফ তালুকদার মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়ে যান, পথিমধ্যে নান্দিকাঠি নামক স্থানে মোটরসাইকেলটি দূর্ঘটনায় পতিত হয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।

দূর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশালের শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে জানান— রেজাউল করিম বাবুর ডান হাত ভেঙে গেছে, ২১ দিন পরে অস্ত্রোপাাচারের পরামর্শ দেওয়া হয়েছে। অপর দুইজন, জুয়েল গাজী ও আরিফ তালুকদার প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মী সহ শুভ্যানুধায়ীরা।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *