শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেহেন্দিগঞ্জে ভূমি উন্নয়ন মেলা ২০২৫ পালিত!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে ভূমি মেলা ২০২৫ পালিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন জমি হচ্ছে প্রতিটি পরিবারের মূল্যবান সম্পদ।

এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের ভূমি মন্ত্রণালয় বিড়ম্বনাহীন ঘরে বসে সহজেই ভূমি সেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দিচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন পদ্ধতিতে জমির নামজারী সৃজনসহ যাবতীয় কার্যক্রম মেহেন্দিগঞ্জ ভূমি অফিস নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছে। এখন আর সনাতন পদ্ধতি নেই।

স্মার্ট জনগোষ্ঠী কে আধুনিক ভূমি সেবা দিতে ভূমি অফিস বদ্ধপরিকর। জাতীয় ভূমি মেলা উপলক্ষে মেহেন্দিগঞ্জে ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে সোমবার ( ২৬মে ২০২৫) বেলা ১১টায় ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মশিউর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। সহকারী কমিশনার ভূমি এসএম মশিউর রহমান বক্তব্যে মেহেন্দিগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন ভূমি সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কোন তৃতীয় পক্ষ দালাল বা মধ্যষত্ব ভোগীদের ফাঁদে না পড়ে সরাসরি আমার অফিসে চলে আসবেন আমি এবং আমার অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। নির্দিষ্ট সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, ভূমির মেলা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন তহশীলদার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কানুনগো মোঃ সুলাইমান খান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *